মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / নাটোরের সিংড়ায় আগুনে পুড়লো মেরিনার সর্বস্ব

নাটোরের সিংড়ায় আগুনে পুড়লো মেরিনার সর্বস্ব

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় শট সার্কিটে আগুনে পুড়ে গেছে উপজেলার বিয়াশ গ্রামের মেরিনার বাড়ি। সে প্রবাসি ওয়েসের স্ত্রী। স্বামী বিদেশ থাকায় ছেলে মেয়েসহ ১ টি দোকান খুলে ব্যবসা করে আসছিলেন। অগ্নিকান্ডে সবকিছু পুড়ে যাওয়ায় নি:স্ব হয়ে গেছে পরিবারটি। 

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে কিন্তু তার আগেই সবকিছু পুড়ে যায়। 

মেরিনা জানান, হঠাৎ রাতে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়, চারিদিকে আগুন দেখে আচমকা উঠে পড়ি। ছেলে মেয়ে নিয়ে আল্লাহর রহমতে কোনো রকম রক্ষা পেয়েছে। কিন্তু আমার সব শেষ হয়ে গেছে।নগদ টাকা, গহনা, আসবাবপত্র সহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। 

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, স্থানীয় ইউপি সদস্য তারেক হোসেন দুলাল, স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলহাস কায়েম। 

ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার

কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,লিটন আহমেদ (দৈনিক সকালের সময়) সভাপতি ও মোঃ রবিন খান(দৈনিক কালবেলা) …