নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী গ্রামে অটোভ্যান চুরির দায়ে তিনজনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মহিষমারী গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র আতিকুর রহমান সরকার (২৫), আব্দুর রাজ্জাকের পুত্র খোকন (৩৫) ও আব্দুল হান্নানের পুত্র সুরুজ্জল।
জানা যায়, গত দু’মাসে চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে ৬/৭ টি অটোভ্যান চুরি হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করে। ব্যাটারী চ্যালিত এসব অটোভ্যানের মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এই আটোভ্যান চুরির সাথে মহিষমারী গ্রামের আসকান আলীর পুত্র সমেজ আলী, মৃত ঝড়ু প্রাং এর পুত্র আলাল প্রাং এবং লোকমান এর পুত্র এমদাদুল জরিতো আছে বলে জানান স্থানীয়রা।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …