রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ। আজ রাত সাড়ে চারটার দিকে উপজেলার জোলারবাতা এলাকার নাটোর -বগুড়া মহাসড়কের পাশে থেকে এই মরদেহ উদ্ধার করেন তারা। ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জামিল হাসান অনিক জানান, আজ রাত সাড়ে চারটার দিকে সিংড়া উপজেলার জোলারবাতা এলাকার নাটোর বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরবর্তীতে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মৃতের পরিচয় সনাক্তের কাজ চলছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের পরেই জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …