সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে সিংড়ায় মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞতা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নাটোর বগুড়া মহাসড়কের জামতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় রাস্তার পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। মরদেহটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ বিষয়ে তদন্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। আইনগত সকল বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বোলেও জানান তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …