নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সাতটি উপজেলার সততা সংঘের অস্বচ্ছল ও মেধাবি ১৪জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল এগারটার দিকে নাটোর জেলা শিক্ষা অফিসের হলরুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুদক রাজশাহী সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুদক, রাজশাহীর উপ-সহকারি পরিচালক বোরহান উদ্দিন, দুপ্রক নাটোরের সভাপতি শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল। সভাপতিত্বে ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, পরিবার থেকেই সততার চর্চা শুরু হয় একটি শিশুর। শিক্ষা প্রতিষ্ঠান এই চর্চাকে আরও শানিত করে শিক্ষার্থীদের মাঝে আলোকিত মানুষ হিসাবে গঠনে ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে দুদক রাজশাহী সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক ইসমাইল হোসেন বলেন, সততা সংঘের মাধ্যমে শিক্ষার্থের মাঝে সততা চর্চা ও সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানেই নিজেদের মধ্যে সৎ মানুষ হিসাবে নিজেকে গড়তে সহায়তা করবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর। দুর্ণীতি মুক্ত সোনার বাংলা গঠনে তাই সকলকেই এগিয়ে আসতে হবে।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের সাতটি উপজেলার সততা সংঘের অস্বচ্ছল ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …