নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সদর উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ জন। কমেছে করোনা সংক্রমণের হার। ১৬ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৫ শতাংশ। গতকাল এই হার ছিল ১১ শতাংশ। সদর উপজেলার সর্বাধিক ১৬ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ২জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ শতাংশ। আজ সোমবার সকালে প্রাপ্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৫ শতাংশ। এই ফলাফল জেলা থেকে সংগৃহীত নমুনা জিন এক্সপার্ট এবং র্যাপিড এন্টিজেন্ট টেস্টের মাধ্যমে প্রাপ্ত। এছাড়াও কম বেশী সকল উপজেলাতেই করোনা সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে।
জেলায় এ পর্যন্ত ৩৫৪৭৪ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯৮৪৫ জন। তবে নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১ জন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …