সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের শুয়োরের খামারীদের কাছে অসহায় মেয়র

নাটোরের শুয়োরের খামারীদের কাছে অসহায় মেয়র

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের শুয়োরের খামারীদের কাছে অসহায় পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। সুইপার কলোনিতে সনি, রনি, তপন, মিলন, ধলূ, ফুচা, রোপন, রিপন, মিলি, সাদেক বিজয় এর খামারে ৯শ থেকে ১হাজার টি শুয়োর আছে। এর মধ্যে ঝড়ূ ফুচা ,সনি, রোপন, রিপন,মিলি, সাদেক তাদের শুয়োরগুলো বাইরে খোলা জায়গায় ছেড়ে দিয়ে রাখে। এতে করে ওই শুয়োরগুলো নোংরা গায়ে আশে পাশের বাড়ি ঘরে ঢুকে পড়ে তাদের বাড়ি ঘর নোংরা করে ফেলে এবং তাদের খাবার দাবার খেয়ে ফেলে।উত্তর আলাইপুর এলাকায় হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম ও বর্ণের লোকজন বাস করেন।

কিন্তু তারা কোনভাবেই তাদের আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারেন না। দীর্ঘদিন ধরে পিলখানা, চৌকিরপাড় এলাকার বাসিন্দারা শুয়োরের অত্যাচারে অতিষ্ট হয়ে মেয়রের কাছে এর প্রতিকার চান।মঙ্গলবার সকালে শুয়োরের খামারীদের তার অফিসে ডেকে তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে মেয়র জানান,তাদের সাথে আলোচনায় শুয়োরগুলো নির্দিষ্ট একটি গন্ডির মধ্যে রাখার অনুরোধ জানানো হয়। এতে খামারীরা প্রতিশ্রুতি দেন য়ে, তিন মাসের মধ্যে তারা নিজেদের শুয়োরগুলোকে নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখবে।

মেয়র আরো জানান, করোনা ভাইরাস আরো দ্রুত ছড়াতে পারে এই প্রাণীর দ্বারা। আমি আশা করি দ্রুতই তারা তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করবে। । পৌর কর্মচারি সুলতান জানান, এর আগেও তাদের সাথে আলোচনা করা হয়েছে এই সংকট নিরসনের জন্যে। কিন্তু কোন লাভ হয়নি তাতে। বরং শুয়োরের পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে সেই সাথে অত্যাচারও বেড়েছে। তবে দ্রুতই এর সমাধান হবে বলে মনে করে এলাকাবাসী।।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …