বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের শীর্ষ সন্ত্রাসী সজীব আটক নাটোর

নাটোরের শীর্ষ সন্ত্রাসী সজীব আটক নাটোর

নিজস্ব প্রতিবেদক:   বড়াইগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করেছে পুলিশ। আজ ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বনপাড়া বাজার বাইপাস এলাকার জনৈক রিংকুর বাড়ি থেকে সজীবকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ । আটক সজীব নাটোর সদরের দত্তপালা এলাকার জনৈক রাইজুলের ছেলে। এলাকাবাসী জানায়, আজ বিকেল ৩ টার দিকে এলাকাবাসী জানতে পারেন যে, রিংকুর বাড়িতে তিনজন সন্ত্রাসী অবস্থান করছে। এসময় তারা তাদের ধরতে ওই বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভিতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও দুজন পালিয়ে যায়। স্থানীয় জনতা দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করে মারধর করে। বনপাড়ার সেনা ক্যাম্পের সেনা সদস্য ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অফিসার ফোর্স উপস্থিত হয়ে অচেতন অবস্থায় সঞ্জীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । বাড়ির মালিক রিংকু শুটার সজীবের ভাই শাকিল লোকজনদের উপস্থিতি টের পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় । পালিয়ে যাওয়ার সময় তাদেরকে ধরতে গেলে দুজন ব্যক্তির হাতে কামড় দিয়ে রক্তাক্ত যখম করে । উল্লেখ্য শীর্ষ সন্ত্রাসী সজীব বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, কুপিয়ে জখম সহ অনেক মামলার পলাতক আসামি। তার মধ্যে উল্লেখযোগ্য দত্তপাড়া যুবলীগ নেতা হাসান হত্যার প্রধান আসামি এই সজীব।

আরও দেখুন

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি

কামরুল, সম্পাদক খাদেমুল নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিকজাতীয় অর্থনীতির ব্যবস্থাপনা সম্পাদক …