নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / নাটোরের লালপুর হানাদার মুক্ত দিবস আজ-নেই কোনো কর্মসূচী

নাটোরের লালপুর হানাদার মুক্ত দিবস আজ-নেই কোনো কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক:আজ ১৩ ডিসেম্বর নাটোরের লালপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মিত্র ও মুক্তি বাহিনীর আক্রমনের কাছে পাকিস্তানী হানাদাররা পরাজিত হলে লালপুর হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় প্রথম সম্মুখ যুদ্ধ হয় এই লালপুর উপজেলার দুর্গম ময়না গ্রামে। ৩০ মার্চ পাকিস্তানী বাহিনীর ২৫নং রেজিমেন্ট নগরবাড়ি হয়ে নাটোরে আসার পথে মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। এই দলের সদস্যরা পথ ভুলে লালপুরের ময়না গ্রামে ঢুকে পড়ে। এই খবর ছড়িয়ে পড়লে তৎকালীন মুহুকুমা শহর নাটোরসহ আশেপাশের কয়েকশ মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধারা ওই গ্রাম ঘিরে ফেলে। দু’দিন ধরে চলে যুদ্ধ। যা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সম্মুখযুদ্ধ। এই যুদ্ধে পাকসেনারা পরাজিত হয় এবং তাদের রেজিমেন্ট ধংস হয়। যুদ্ধে  ৯ পাক সেনা নিহত হয়। তবে এদিন প্রায় ৪২ জন বাঙ্গালী শহীদ হন। পাকিস্তানী সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত রাজাকারদের সহায়তায় লালপুরের বিভিন্ন এলাকায় হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালায়। পরবর্তীতে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে ১৩ ডিসেম্বর পাকসেনারা লালপুর থেকে পালিয়ে যায়। ফলে ১৩ ডিসেম্বর থেকে লালপুর পাকহানাদারমুক্ত হয়। স্বাধীনতার পর থেকে ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। তবে এবারে নির্বাচনের ডামাডোলে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা এবং কোনো রাজনৈতিক দলের লালপুর মুক্ত দিবসের কোনো কর্মকান্ড চোখে পড়েনি।

আরও দেখুন

মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা

নিজেস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়া নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফুর রহমান গেন্দাসহ অন্তত ১০জন মিলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *