বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের লালপুর থেকে বিদেশী পিস্তল সহ তিন জনকে আটক করেছে ডিবি

নাটোরের লালপুর থেকে বিদেশী পিস্তল সহ তিন জনকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশ নাটোর প্রতিনিধি নাটোরের লালপুর থেকে বিদেশী রিভলবার, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি সহ মতিউর রহমান বাবু, সাগর আলি সোহাগ আলি নামে তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বিকেল পৌনে চারটায় উপজেলার গৌরীপুর এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে এদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি ইউএস এর তৈরি রিভলবার, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত মতিউর রহমান গৌরীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে সাগর আলী, পালিদেহা গ্রামের মৃত আফজাল আলীর ছেলে এবং সোহাগ একই এলাকার আলেক প্রামাণিকের ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিঠুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের এ্যাডভোকেট ফারহানা আক্তার এর নির্মাণাধীন বাড়ির ছাদে অভিযান চালানো হয়।

এ সময় অস্ত্র কেনা বেচার সময় মতিউর সাগর এবং সোহাগকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিকভাবে তারা উপস্থিত লোকজনের সামনে অস্ত্র ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করে। এরপরে তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করে লালপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …