সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুর থেকে ইয়াবাসহ আটক দুই

নাটোরের লালপুর থেকে ইয়াবাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর থেকে ইয়াবাসহ এমদাদুল হক (৪৫) ও সেলিম রেজা দুইজনকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বিলমারিয়া বাজারের নাগশোষা নামক স্থান থেকে তাদের ৯৯৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক এমদাদুল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চরইকুড়ি (মরারপাড়া) এলাকার মৃত সাত্তার মন্ডলের ছেলে এবং সেলিম রেজা একই এলাকার সাত্তার মোল্লার ছেলে। সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা এর নেতৃত্বে বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার বিলমারিয়া বাজারের নাগশোষা গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ৯৯৩ পিস ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রয়লব্ধ নগদ ছয় শত টাকাসহ এমদাদুল হক ও সেলিম রেজাকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …