নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের লালপুর ও বাগাতিপাড়ার পৃথক দুটি স্থান থেকে আনছার সদস্যসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সোয়া দুইটার দিকে বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে রেহেনা বেগম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে। রেহনা বেগম উপজেলার জয়ন্তীপুর গ্রামের সাফাতুল্লাহ’র স্ত্রী।
পুলিশ জানায়, খবর পেয়ে বুধবার রাত সোয়া দুইটার দিকে বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামে গিয়ে রেহেনা বেগমের শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অপর দিকে লালপুর উপজেলা থেকে সাবিনা ইয়াসমিন নামে এক আনছার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবিনা উপজেলার চংধুপইল গ্রামের শাহিন আলমের স্ত্রী। পুলিশ জানায় বুধবার রাত তিনটার দিকে খবর পেয়ে চংধুপইল গ্রামে গিয়ে সাবিনা ইয়াসমিনের শয়ন কক্ষের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করলেই বোঝা যাবে।
দুটি মরদেহই ময়নাতদন্তের জন্যে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …