সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নে পূণরায় নির্বাচনের দাবি আওয়ামী লীগ প্রার্থীর

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নে পূণরায় নির্বাচনের দাবি আওয়ামী লীগ প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
পুলিশের বিরুদ্ধে নির্যাতন হয়রানির অভিযোগ এনে পূণঃনির্বাচনের দাবি করেছেন নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম জয়।

বুধবার দুপুরে উপজেলার পালিদেহা নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে জয় অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর সাথে আঁতাত করে লালপুর থানার এসআই হিমাদ্রী হালদার ও এএসআই রানা মিয়া আওয়ামী লীগ নেতা কর্মিদের ওপর নির্যাতন চালিয়েছে। নৌকার ব্যাজ খুলে নিয়েছে এবং বাড়ি বাড়ি ঢুকে তার সমর্থকদের পিটিয়েছে । তাতে রক্ষা পায়নি হিন্দু পূরোহিত নিরেন কর্মকারের বাড়ি।

লালপুর থানার ওসি ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, গত ২৮ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার ঈম্বরদী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় বিভিন্ন কেন্দ্র জাল ভোট দেবার চেষ্টা করেন। পুলিশ তা প্রতিহত করেছে। তার কারণে পরাজিত প্রার্থী পুলিশের উপর ক্ষুব্ধ হয়েছেন। সুষ্ঠু নির্বাচনে প্রশাসন তৎপর ছিল। নির্বাচনে ঐ ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ রঞ্জু জয়ী হন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …