মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বকুল

নাটোরের লালপুরে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
লালপুরে ৬শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দিলেন নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উপজেলার এবি ইউনিয়ন এবং গোপালপুর পৌরসভার হতদরিদ্র আয়-রোজগারহীন দুস্থ মানুষের মধ্যে এই খাদ্যসহায়তা বিতরণ করা হয়। এরমধ্যে প্রত্যেক পরিবারকে সাত কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি আলু, আধা লিটার সরিষার তেল, আধা কেজি পেঁয়াজ এবং একটি করে সাবান দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালপপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ স ম মাহামুদুল হক মকুল, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, উপজেলা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান জার্জিস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …