রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে ২ টি ইউপিতে উপ- নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

নাটোরের লালপুরে ২ টি ইউপিতে উপ- নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

লালপুরের ৪ নং আড়বাব ও ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন অফিস ও স্থানীয় সুত্রে জানা যায়, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়বাব ইউপি চেয়ারম্যান ইসহাক আলী গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। পরে নির্বাচন কর্মকর্তা এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে তফসিল ঘোষণা করে ।

চেয়ারম্যান পদে ৪ জন যথাক্রমে মো: ইমদুল হক (নৌকা), মো. গোলাম মোস্তফা (আনারস) ও মো. আশরাফুল ইসলাম ঝন্টু, (মোটরসাইকেল) ও আবজালুর রহমান ( ঘোড়া) অংশগ্রহণ করেছেন।

সেই সাথে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে এইবারে প্রথম ইভিএম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …