সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের লালপুরে ১ ইয়াবা ব্যবসায়ী আটক!

নাটোরের লালপুরে ১ ইয়াবা ব্যবসায়ী আটক!

বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের লালপুর থানা পুলিশ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে। যদিও পুলিশ বলছে আটক নয় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য মুন্নি হোসেন নামে একজনকে থানা নিয়ে আসা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় মুন্নিকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান লালপুর থানার এএসআই নাজমুল হোসেন। মুন্নি হোসেন লালপুরের ৬নং দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামের আজমল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্নি একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী এবং সেবনকারী। এর আগেও বেশ কয়েকবার পুলিশের কাছে সে আটক হয়েছে।

এ বিষয়ে এএসআই নাজমুলকে ফোন করলে তিনি নারদ বার্তাকে জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় লালপুর-ঈশ্বরদী সড়কের একটি নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তিনি মুন্নিকে আটক করেন এবং ওসিকে জানান। ওসি থানায় নিয়ে যেতে বললে তিনি মুন্নিকে থানায় নিয়ে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুন্নিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান এএসআই নাজমুল। আরও জিজ্ঞাসাবাদের পর তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …