নিজস্ব প্রতিবেদক: আমার মাটি-আমার মা, দেশ ছেড়ে যাবো না, এই শ্লোগানকে সামনে রেখে বিভিন প্লাকার্ড ও ফেস্টুনসহ বাংলাদেশে হিন্দুদের মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও শান্তি সমাবেশ করেছে লালপুর উপজেলার হিন্দু সম্প্রদায়। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ বন্ধন ও শান্তি সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বাংলাদেশে হিন্দুদের মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদসহ মানব বন্ধন ও শান্তি সমাবেশ করেন। শান্তি সমাবেশ তাদের ৩দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য সংবিধানে লিপিবদ্ধ সকল আইনের যথার্থ প্রয়োগ করতে হবে, সংখ্যালঘু মন্ত্রনালয় গঠণ করতে হবে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠণ করতে হবে। মানব বন্ধন ও শান্তি সমাবেশ শেষে তারা লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের হাতে ৩দফা দাবিসহ স্মারকলিপি প্রদান করেন। শান্তি সমাবেশ বক্তব্য রাখেন গোপালপুর আদর্শ মহিলা কলেজ সাবেক সহকারী অধ্যাপক কুমার কুমার সরকার, মধু বাড়ি শ্রী শ্রী লক্ষী মন্দিরের সভাপতি বিজয় কুমার প্রমুখ। এসময় বক্তরা বলেন, আমরা জাতি বর্ণ নির্বিশেষে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই বাঙ্গালী। ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকে এই বাংলাদেশে হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিস্টান সকলের শান্তিপূর্ণ সবস্থানের দৃষ্টান্ত রয়েছে। এই দৃষ্টান্তকে ধুলিসাৎ করার ষড়যন্ত্র ও অপশক্তিকে প্রতিহত করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনসহ সবার সহযোগিতা প্রয়োজন।
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের মানব বন্ধন, শান্তি সমাবেশ ও স্মারকলিপি প্রদান
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …