নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে টেলিভিশন মেকার সোহেল রানার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ ১৫ মার্চ শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়ে এই সড়ক মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশ নেয়া তার পরিবারের সদস্য এবং এলাকাবাসী হত্যাকারী শফি এবং তার স্ত্রী কুলসুমের ফাঁসির দাবি করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন আহমেদ জানান, ইতিমধ্যে মামলার তদন্তে অনেকটা অগ্রগতি করে ফেলেছে পুলিশ। খুব শীঘ্রই আমরা আসামিদের গ্রেফতার করে আইনে সোপর্দ করব। উল্লেখ্য নাটোরের লালপুর উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের পাশে সোহেল আলী (৩০) নামের এক টেলিভিশন মেকারের মরদেহ পড়ে ছিলো।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে খবর পেয়ে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে লালপুর থানা পুলিশ। মামলা হবার পর থেকেই পুলিশ তদন্ত নামে ও হত্যার রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে।