সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের লালপুরে সেকচিলান উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি

নাটোরের লালপুরে সেকচিলান উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সেকচিলান উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। কদমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের বিবাদমান দুটি গ্রুপের একই স্থানে সভা আহ্বান করায় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঐ এলাকায় ১৪৪ ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানিন দ্যুতি স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। স্থানীয়রা জানান কদমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শেখ উচ্চ বিদ্যালয় ওয়ার্ড আওয়ামী লীগের সভা আহ্বান করে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত একটি গ্রুপ অপরদিকে এমপি বকুল সমর্থিত অপর গ্রুপ একই সময়ে একই স্থানে সভা আহ্বান করে এতে চরম উত্তেজনা দেখা দেয় ওই এলাকায় কোনরকম সহিংসতা বিশৃঙ্খলা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে যেকোনো রকম সভা-সমাবেশ-মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ মোতায়েন করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …