সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শামীম (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ ১১ মার্চ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দয়ারামপুর বনপাড়া সড়কের ওয়ালিয়া ইউনিয়নের ফুলবলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত  শামীম সিংড়া উপজেলার কতুয়াবাড়ি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে মোটরসাইকেল নিয়ে শামীম ফুলবাড়ী বাজার হইতে ধুপইল যাওয়ার সময় বিপরীত থেকে আসা স্থানীয়ভাবে তৈরি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে শামীম মৃতবরণ করেন। 
ঘাতক পাওয়ার টিলারের ড্রাইভার ঘটনায়স্থল হতে কৌশলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পাওয়ার টিলার ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …