সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় রমজিদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে লালপুরের আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া বাজারের লালপুর-বাঘাগামী রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত রমজিদ আলী লালপুর উপজেলার রহিমপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ আনুমানিক দুপুর তিনটার সময় লালপুর থানাধীন ৪ নং আড়বাব ইউনিয়নস্থ অমৃত পাড়া বাজারে লালপুর-বাঘাগামী পাকা রাস্তা পারাপারের সময় রমজিদ আলীকে অজ্ঞাত নামা মোটরসাইকেল ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রমজিদ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন।

পরে রাজশাহী নেওয়ার প্রস্তুতিকালে বিকাল চারটার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …