নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় সজল নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে নারী সহ ২ জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে লালপুর উপজেলার নবীনগর এলাকায় ঈশ্বরদী-লালপুর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সজল, আশিক ও ফারজানা নামে ৩ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে সজল ও আশিকের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সজলের। পুলিশ মাইক্রোবাস এবং এর চালককে আটক করতে পারেনি।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …