সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী আ: জলিল গ্রেপ্তার

নাটোরের লালপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী আ: জলিল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ইয়াবা ও গাঁজাসহ আ: জলিল (৩৭) নামক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালপুর থানাধীন ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী আ: জলিল উপজেলার ওয়ালিয়া আমিন পাড়া গ্রামের আ: সবুর আলীর ছেলে।

রবিবার (১১ অক্টোবর) দুপুর ২.৩০ টার দিকে ওয়ালিয়া ফাড়ির উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার এর নেতৃত্বে এএসআই আক্তারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুপইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক কৃষ্ণমোহন সরকার জানান, আসামি শীর্ষ মাদক চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত, আমাদের লালপুর থানার সুযোগ্য ওসি’ সেলিম রেজা স্যার এর দিক নির্দেশনায় দীর্ঘ অনুসন্ধানের পরে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। আসামির বিরুদ্ধে লালপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …