নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ১০নং কদিমচিলান ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহাগ সরদারের সঞ্চালনায় এ শীতবস্ত্র বিতরন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছারুল ইসলাম।
এ সময় ইউনিয়ন থেকে আগত সাড়ে চারশত হতদরিদ্রের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র প্রদানের সময় চেয়ারম্যান আনছারুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের একটা মানুষও শীতে কষ্ট করবে না। কোনো শীতার্ত ব্যক্তি শীতবস্ত্র না পেয়ে থাকলে আমাকে জানাবেন। আমি আপনাদের বাড়ি বাড়ি পৌছে দেব। এসময় ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় কুমার চাকী সহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
আরও দেখুন
দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু
নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …