মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নাটোরের লালপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের আরবাব ইউনিয়নের রাস্তা পাকাকরণ এর শুভ উদ্বোধন করা হয়ে। এই উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার নওদাপাড়ায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী, সহ-সভাপতি বাসের আলী খান আরবাব ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ। ২০১৯-২০২০ অর্থবছরে এলজিএসপি-৩ এর অর্থায়নে ৫ লক্ষ টাকা ব্যয়ে আড়বাব ইউনিয়নের নওদাপাড়া হইতে সুন্দরগাড়া পর্যন্ত অর্ধ কিলোমিটার রাস্তার এইচবিবি করণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …