নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
“জীবনকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন” এবং “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ফেব্রুয়ারি) উপজেলার লালপুর ও দুড়দুড়িয়া ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত পৃথক অনুষ্ঠানে লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক পলাশ ও দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ পরিচালক আলমগীর হোসেন, পরিদর্শক লুৎফর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ (জাইকা প্রকল্প) অফিসার কাজী রাশেদ শিমুল, লালপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা সহ স্থানীয় স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবগের্র উপস্থিতিতে প্রধান অতিথি মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …