নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় সেই সাইনবোর্ড দানকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে অভিযুক্ত ইমদাদুল হক লিটনকে নাটোর আদালতে পাঠানো হয়। তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’—এমন বার্তা প্রদর্শিত হয়। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দুই বছর আগে সাইনবোর্ডটি দান করা ইমদাদুল হক লিটনকে আটক করে থানায় নিয়ে যায়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিক তদন্ত শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গাতেও শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গাতেও শিলাবৃষ্টি হয়েছে। আজ ৬ মার্চ রোববার বিকেল পাঁচটার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *