রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে বিদ্যুতের কাজ করার সময় হাফিজুল ইসলাম (৩৮) নামে এক ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (সকাল সাড়ে ৯টার দিকে) এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম স্থানীয় মৃত আশরাফ আলীর ছেলে। স্থানীয়রা জানান, হাফিজুল তার গ্রামের বাবলু সরদারের বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …