সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু

নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লালপুর :

নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে আড়াইটার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটী গ্রামে এঘটনা ঘটে। মৃত শাহারা একই গ্রামের নুকছার আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, শাহারা বেগম তার বাড়িতে ব্রয়লার মুরগি ফার্মের ঘরে ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন । এসময় পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …