রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক রাজু আটক

নাটোরের লালপুরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক রাজু আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুরে বড়মহাটি উচ্চ বিদ‍্যালয়ে ষষ্ঠ শ্রেণীর বাক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার বখাটে যুবক রাজুর (২৪) বিরুদ্ধে। আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে।এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ছাত্রীর বাবা। অভিযুক্ত যুবক উপজেলার বরমহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ভিকটিম বাক প্রতিবন্ধী বিদ‍্যালয়ে যাতায়াতের সময় অভিযুক্ত রাজু ওই মেয়েকে বিভিন্ন ভাবে বিরক্ত করাসহ কু- প্রস্তাব দিত। ভুক্তভোগী মেয়েটি বিষয়টি তার বাবাকে ইশারায় জানায়। এতে মেয়েটির বাবা রাজুকে সাবধান করে। আজ মঙ্গলবার ১২ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে বাড়িতে কেউ না থাকায় বাক প্রতিবন্ধী মেয়েটিকে একা পেয়ে তার শোবার ঘরে ঢুকে রাজু মেয়েটির মুখ চেপে ধরে জোর করে ধর্ষন করে। এসময় মেয়েটির চিৎকারে লোকজন আগাইয়া গেলে রাজু দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়েটির বাবা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান অভিযোগ পাওয়ার পরে পুলিশ দ্রুততার সাথে অভিযুক্ত রাজুকে গ্রেফতার করে। ভিকটিমকে পরীক্ষা নিরীক্ষার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।এই ঘটনায় অধিকতর তদন্ত পূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …