নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২০ পালিত হয়েছে।আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশনের উদ্যেগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা নির্বাচন অফিসার হাসিব বীন শাহাব, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ (জাইকা প্রকল্প) অফিসার কাজী রাশেদ শিমুল সহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ।
