মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বীমা দিবস পালন

নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বীমা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
“বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসন, জীবনবীমা করপরেশন, পপুলার এবং জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স সহ বিভিন্ন বীমা কোম্পানীর পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়।

আজ রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস- চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদীকা আছিয়া জয়নুল বেনু, জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন ম্যানেজার আইয়ুব আলী, জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের লালপুর উপজেলা ইনচার্জ সাংবাদিক সালাহ উদ্দিন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের লালপুর ইনচার্জ সাইদুল ইসলাম নুহু, মুসলিম এইড বাংলাদেশ (ম্যাব) লালপুর শাখার ম্যানেজার কামাল আহম্মেদ, সঞ্চালনায় ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্সের লালপুর ইনচার্জ ফৈরদৌস ওয়াহেদ সহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ ।

আরও দেখুন

লালপুরে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি সম্পূর্ণ 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি চলছে । দিবসটি …