সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

নাটোরের লালপুরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। দুয়ারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এর আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি এসকেন্দার মির্জা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সহ দপ্তর সম্পাদক শফিক আহমেদ শফি, শহীদ মমতাজ উদ্দিনের সন্তান শামীম আহমেদ সাগর।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …