নিজস্ব প্রতিবেদক লালপুর……..
নাটোরের লালপুরে পৃথক দূর্ঘটনায় শিশুসহ ২জনের মৃত্যু হয়েছে। শনিবার (১২অক্টোবর ২০২৪) উপজেলা হাঁসবাড়িয়া ও আজিম নগর রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলা মধুবাড়ি গুচ্ছ গ্রামের সুলতানের ছেলে রমজান (৩২) ও পাবনা জেলার ঈশ্বরদী মানিক নগর গ্রামের ফারুক হোসেনের ছেলে সিয়াম (১১)। স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার হাঁসবাড়িয়া গ্রামে তার আত্নীয় মিঠুর বাড়িতে বেড়াতে এসে চন্দনা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আপর দিকে সন্ধ্যা ৭ টার দিকে আজিম নগর স্টেশনের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পরে রমজানের মৃত্যু হয়। এঘটনায় সুমন নামের আরো একজন আহত অবস্থায় গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনার লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ও অপরদিকে রেললাইনে কাটা পরে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি ।