শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে হোসাইন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে উপজেলার বুধপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হোসাইন একই গ্রামের ইয়ার উদ্দিন এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের খেলতে খেলতে সবার অগোচরে পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে যায় হোসাইন। দীর্ঘ সময় হোসাইনকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু হোসাইনকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। হোসাইন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত৭৭ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান বিষয়টি শুনেছি, তবে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

বড়াইগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার …