শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধু খুন

নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধু খুন

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে দুড়দুড়িয়া পালপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চম্পা (৪০) নামের এক গৃহবধু খুন হয়েছে।

লালপুর থানা ও এলাকাবাসি সূত্রে জানা যায়, (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে উপজেলার দুড়দুড়িয়া পালপাড়া গ্রামের আক্তার হোসেনের স্ত্রী চম্পা বেগম (৪০) বাড়ীর পার্শ্বে রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির শাক তুলতে থাকে, এসময় প্রতিবেশি মমজেদের স্ত্রী রুলি বেগমের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে প্রতিবেশি শাহাদতের ছেলে মমজেদ এবং মমজেদের ছেলে রবিসহ কয়েকজন মিলে চম্পার মাথার উপরে আঘাত করে। চম্পার চিৎকারে তার ছেলে আকাশ ও স্বামী আক্তার এগিয়ে আসলে রুলি, রবি, মমজেদ একত্র হয়ে চম্পাকে ও তার স্বামী আক্তারসহ ছেলে আকাশকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

২৬শে ফেব্রুয়ারি বুধবার সকালে চিকিৎসাধিন অবস্থায় গৃহবধু চাম্পার মুত্য হয় ।

এই ঘটনায় নিহতর মেঝ ছেলে রাজন বাদি হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। লালপুর থানার পুলিশ আসামি রুলিকে গ্রেফতার করেছেন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …