নিজস্ব প্রতিবেদক, লালপুর:
শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কর্যাক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে ও লালপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সভা কক্ষে এই কর্মশালা আনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত)শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল ইসলাম।
এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি প্রমুখ। এসময় করোনা সংক্রমণ রোধ, শিশুর বিকাশ, অটিজম নিরাপদ মাতৃত্ব, জন্ম নিবন্ধন, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন সহ মাদক প্রতিরোধ এবং নিরাপদ সড়ক সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে বক্তরা।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …