বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টপেজের দাবিতে মানববন্ধন

নাটোরের লালপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টপেজের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টপেজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ জুন ২০২৩) সকাল ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা আজিমনগর রেল স্টেশনে গোপালপুরের সর্বস্তরে জনগণের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

জনৈক  নাদিম আলম উদ্যোগে এই মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কাস পার্টির সদস্য ও নাটোর জেলার সভাপতি অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার,  নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, লালপুর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক রমজান আলী,শিক্ষক -ছাত্র সহ সব শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালীন রেল লাইনের ওপর শুয়ে পড়ে  ঢাকা থেকে রাজশাহী গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনকে থামিয়ে প্রতিবাদ জানাই আন্দোলনকারীরা। ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে পাঁচ মিনিট দাঁড়িয়ে আবারো রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আন্দোলনকারীদের দাবি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে স্টপেজ না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …