শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত সদস্যকে আটক করেছে র‌্যাব

নাটোরের লালপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত সদস্যকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত সদস্যকে আটক করেছে র‌্যাব। আজ মঙ্গলবার ভোড় সাড়ে ৪টার দিকে উপজেলার ইলিশমারি পদ্মার পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার লালপুর উপজেলার ইলিশামাড়ি পদ্মার পাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সেখানে ৬ জন ডাকাত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিল। পরে এলাকাটি সবদিকে ঘিরে নিয়ে দেশীয় অস্ত্র সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা সকলেই লালপুরের বিলমাড়িয়ার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন আনিসুর রহমান, রুবেল হোসেন, রিন্ট শেখ, সবুজ প্রামানিক, সজল উদ্দিন ও রুবেল মন্ডল।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …