নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুরে ২৬৫০ লিটার ট্রেনের চোরাই ডিজেলসহ চান মিয়া, বিপুল, মিজাউল ও সাহেদুল নামে চারজনকে আটক করেছে র্যাব। গতকাল রাত সোয়া এগারোটার দিকে উপজেলার শ্রীরামগাড়ী এলাকা থেকে ঐ তেলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা নাটোর এবং পাবনা জেলার বাসিন্দা।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল নাটোর জেলার লালপুরের শ্রীরামগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৩টি ড্রামে রক্ষিত সর্বমোট ২৬৫০ (দুই হাজার ছয়শত পঞ্চাশ) লিটার ট্রেনের চোরাই জ্বালানী ডিজেল, বিক্রয়লব্ধ নয় হাজার আটশত টাকা, একটি ব্যাটারীচালিত ইজি বাইকসহ আসামী চাঁন মিয়া, বিপুল শেখ, মিজাউল ইসলাম (২৮) ও সাহেদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই জ্বালানী(ডিজেল) ব্যবসায়ীগণ জব্দকৃত জ্বালানী(ডিজেল) বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে লালপুর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …