রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে ট্রাকের পেছনে ধাক্কায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

নাটোরের লালপুরে ট্রাকের পেছনে ধাক্কায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে ট্রাকের পেছনে ধাক্কায় সিএনজি অটোরিক্সা চালক নাজিমুদ্দিন (৩০) নিহত হয়েছে । আজ ২৪ এপ্রিল বুধবার দুপুর ২ঃ০০ টার দিকে লালপুর ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিমউদ্দিন পাবনা জেলার সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন আহমেদ জানান আজ দুপুরে পাবনার মালিগাছা থেকে সিএনজি অটোরিক্সায় বৈদ্যুতিক মোটর নিয়ে লালপুরের তিলকপুর বাজারে যাচ্ছিলেন নাজিমুদ্দিন। দুপুর ২ টার দিকে লালপুরের নবীনগর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ট ১৪-৯৭৯৮ এর পিছনে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাজিমুদ্দিন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনা স্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। ট্রাকের চালক পলাতক রয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …