সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত

নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত

নিজস্ব প্রতিবেদক,লালপুর:

নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহির উদ্দিন(৬৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর রোববার দুপুর বারোটার দিকে উপজেলার ৩ নং চংধুপইল ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মহির উদ্দিন একই এলাকার নহির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, বাড়ির পাশে জমিজমাকে কেন্দ্র করে প্রতিবেশী বগা উসমানের ছেলে সোহেল (৪০) এবং রঞ্জু (৪৬) এর সাথে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে সোহেল এবং রঞ্জু ভিকটিম মহির এর মাথার পিছনে ঘাড়ে হাসুয়া দ্বারা কোপ মারে । এতে মহির গুরুত্ব রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …