শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে চলছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি

নাটোরের লালপুরে চলছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

আসন্ন শীত মৌসুমকে কেন্দ্র করে নাটোরের লালপুরে দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা অঞ্চলে চলছে খেজুরের মিষ্টি রস সংগ্রহের প্রস্তুতি। গৌরব ও ঐতিহ্যের প্রতীক মধু বৃক্ষ এই খেজুর গাছ। শীতকাল আসলে বাড়ে অযত্নে ও অবহেলায় বেড়ে উঠা এই খেজুর গাছের কদর। খেজুরের গাছ অন্য কোন ফসলের ক্ষতি করেনা। এই গাছের জন্য বাড়তি কোন খরচ করতে হয়না।ঝোপ জঙ্গলে কোন প্রকার যত্ন ছাড়াই বড় হয়ে উঠে খেজুর গাছ। শুধু মাত্র শীত মৌসুম আসলে নিয়মিত পরিষ্কার করে রস সংগ্রহ করতে হয়।

খেজুর গাছ মিষ্টি রস দেয়। আর এই রস থেকে তৈরি হয় গুড়। যার ঘ্রাণে মৌ মৌ হয়ে উঠে পুরো এলাকার বাতাস। গ্রামীণ জীবনের প্রত্যাহিক উৎসব শুরু হয় খেজুরের মিষ্টি রসকে ঘিরে। পুরো শীত মৌসুমে চলে সু-স্বাদে ভরা বিভিন্ন ধরনের পিঠা। এছাড়া পায়েস আর পুলি সহ নানা রকম খাওয়ার আয়োজন। শীতের মৌসুমে খেজুরের রস ও গুড় সহ পিঠা খেতে শহর থেকে বাবা এবং মায়ের সাথে দাদা ও নানার বাড়ি বেড়াতে আসে অনেকই। শীতের সকালে রৌদ্রে খেজুরের রস ও মুড়ি খাওয়ার আসর বসে বাড়ীর আঙ্গিনায়। শীত মৌসুমে গ্রামের বাড়িতে বাড়িতে উৎসব মুখর পরিবেশে খেজুরের গুড় দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরির আয়োজন করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়,দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা অঞ্চলে সড়করের ও রেল লাইনের দুই পাশে,জমির আইলে, বাড়ীর আঙ্গিনায় ছড়িয়ে আছে প্রায় ২লাখ ৯৫ হাজার খেজুরের গাছ।

এসব গাছ থেকে গুড় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার মেট্রিক টন। একজন গাছি প্রতি দিন প্রায় ৫০ থেকে ৫৫টি খেজুর গাছের রস সংগ্রহ করে থাকে। একজন গাছি শীত মৌসুমে ১শ৩০ দিনে একটি খেজুর গাছ থেকে প্রায় ৩০থেকে ৩৫কেজি গুড় পেয়ে থাকেন বলে জানা গেছে। এছাড়া খেজুরের পাতা দিয়ে মাদুর তৈরি সহ খেজুরের গাছ কেটে ঘরের তীর তৈরি করা হয়। খেজুর গাছের রস সংগ্রহর উপর প্রায় ৩ হাজার পরিবার নির্ভরশীল। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন,আমরা কৃষকদের খেজুরের গাছ লাগানোর জন্য পরামর্শ দিয়ে থাকি। যা কৃষকদের রস ও গুড়ের চাহিদা মিটাবে। এছাড়া খেজুরের রস ও গুড় বিক্রি করে সংসারের আর্থিক সচ্ছলতা বয়ে আনবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …