সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

নাটোরের লালপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুর জমিতে লাগানো ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত কামরুল ইসলাম নামের ১জনের মৃত্যু হয়েছে। নিহত কামরুল ইসলাম (৪৫) লালপুর উপজেলার পাইকপাড়া উত্তরপাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন আহমেদ জানান, গতকাল ৬ এপ্রিল শুক্রবার উপজেলার পাইকপাড়া গ্রামে চাচাতো ভাই কামালের জমিতে লাগানো ঘাস কাটাকে কেন্দ্র করে কামরুল হাসানের সাথে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়।

এতে কামরুল হাসান গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৬ এপ্রিল সকালে কামরুল হাসানের মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন আহমেদ আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় নিহতের স্ত্রী মাইলা বেগম বাদী হয়ে আজ সকালে মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …