সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে গর্তের পানিতে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে গর্তের পানিতে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে গর্তের পানিতে পড়ে সুরমিলা নামের আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৬ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে লালপুর থানাধীন ৭ নম্বর ওয়ালিয়া ইউনিয়ন অন্তর্গত ধুপইল মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সুরমিলা একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে।

এলাকাবাসী জানায়, আজ ২৬ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে লালপুর থানাধীন ৭ নম্বর ওয়ালিয়া ইউনিয়ন অন্তর্গত ধুপইল মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে খেলছিল। খেলার একসময় বাবা মার অগোচরে বাড়ির পাশে গর্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে ওই গর্তের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …