শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / লালপুরে কৃষক পেটানো সাত্তার চেয়ারম্যান গ্রেফতার

লালপুরে কৃষক পেটানো সাত্তার চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে কৃষক পেটানো সেই চেয়ারম্যান আব্দুস সাত্তার গ্রেফতার। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে লালপুর থানা পুলিশ পাবনা জেলার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানান, পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি জানান,নাটোরের লালপুরে সরকারি সহায়তার হটলাইন নম্বর ৩৩৩ এ ফোন করে ত্রাণ চাওয়ায় ১২ এপ্রিল নাটোরের লালপুরে শহিদুল ইসলাম নামে এক কৃষককে মারধর করেন এবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার। খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়।পরে ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান আবদুস সাত্তারের বিরুদ্ধে লালপুর থানায় একটি ফৌজদারী মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ আজ সকাল সাড়ে দশটার দিকে পুলিশ  তাকে ঈশ্বরদী থেকে গ্রেফতার করে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …