নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে করোনা উপসর্গ নিয়ে মহসিন আলী(৫৫)নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মহসিন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, মহসিন চারদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। এর আগে তাঁর অ্যাজমার সমস্যা ছিল। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুপুর বারোটার দিকে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, আমরা তার মৃত্যুর খবর পেয়েছি।তবে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত কিনা তা জানতে তার নমুনা সংগ্রহ করা হয় নি। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের জন্যে অনুমতি দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। সে পর্যন্ত তাদের বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত তার ছোট ভাই আব্দুল মজিদ ঢাকা থেকে বাড়ি আসলে তাকে হোম কোয়ারেন্টাইন এ থাকতে বলা হয়। কিন্তু তিনি এই আদেশ অমান্য করে রাতেই পালিয়ে ঢাকায় চলে যান।
স্থানীয় সংবাদকর্মী মোয়াজ্জেম খান জানান, তাদের এভাবে অবাধ চলাচল এ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।