মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে এমপি বকুলের ত্রাণ বিতরণ

নাটোরের লালপুরে এমপি বকুলের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
করোনা ভাইরাস (COVID) সংকট মোকাবেলায় নর্থ বেঙ্গল সুগার মিলের দরিদ্র কুলি শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করেন নাটোর-১(লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল। রবিবার দুপুরে তিনি নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় এই ত্রাণ বিতরণ করেন।

এছাড়াও লালপুর গুচ্ছগ্রাম এলাকাতেও তিনি হতদরিদ্র আয়-রোজগার হিন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এই সকল খাদ্য সামগ্রী বিতরণ কালে সাংসদ বকুল বলেন সকল এলাকায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। তার পরেও ফোন কল পেলেই প্রতিদিন লালপুর-বাগাতিপাড়া এলাকার বাড়ি বাড়ি গিয়ে মোটর সাইকেলে করে বিভিন্ন বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে কর্মীবাহিনী।

কেউ খাদ্য সামগ্রী না পেয়ে থাকলে আমাকে ফোন করবেন। আপনার ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মোতাবেক আপনারা দয়া করে কেউ বাড়ির বাইরে অযথা আসবেন না। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …