সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

নাটোরের লালপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে জুয়েল আলী (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ৭নং ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে এই হত্যার ঘটনাটি ঘটে। জুয়েল আলী উপজেলার দিলালপুর গ্রামের সাকেম আলীর ছেলে।

এলাকাবাসী ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। পরে বাড়ির পাশে গম ক্ষেতে নিয়ে গিয়ে পায়ের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে বাড়ির উত্তর পাশে গম ক্ষেতের পাশে ফাঁকা পতিত জমিতে ফেলে রেখে যায়। জুয়েল আলীর চাচাতো ভাই লিখন খেজুর গাছ থেকে রস নামাতে গিয়ে ভিকটিমকে রক্তাক্ত মুমূর্ষ অবস্থায় দেখতে পায়। এরপর তার আত্মীয় স্বজনেরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ আরও জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শীঘ্রই জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নেওয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …