নীড় পাতা / আইন-আদালত / নাটোরের লালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা আটক এক 

নাটোরের লালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা আটক এক 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ আল আমিন নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত কালাম বড়বাদকয়া গ্ৰামের ইনছার আলির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল ২৭ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার বিলমারিয়ায় কালাম নামে একজনকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আঘাতের চিহ্ন সহ বড়বাদকয়া গ্রামের একটি পুকুরপাড় থেকে কালামের মরদেহ উদ্ধার করা হয়। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ারুজ্জামান জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক বিরোধীদের জেরে কালামকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের ভাই শহিদুজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এরই মধ্যে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ আল আমিন নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …